দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ বিজয় দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর যুবদল নেতা ও সাবেক মহানগর ছাত্রদলের সহ-সভাপতি শফিকুল ইসলাম শফিক দেশবাসি সকলকে বিজয়ের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
রোববার (১৫ ডিসেম্বর) এক বিবৃতিত্বে তিনি এ শুভেচ্ছা জানান।
বিবৃতিত্বে শফিকুল ইসলাম শফিক আরও উল্লেখ করেন, ১৬ ডিসেম্বর! এটি আমাদের গৌরবের, বিজয়ের, আর আনন্দ-অশ্রু-মাখা এক মুক্তির দিন। ২০২৪ সালের প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমরা নতুন সম্ভাবনাময় বাংলাদেশের প্রথম স্বাধীনতা উদযাপন করছি। যদি আবার আমরা সেই পুরনো চেতনার আলোয় আলোকিত হতে চাই, তবে এই চেতনায় জড়িত থাকবে নতুন দিনের আহ্বান, নতুন সম্ভাবনা।
আজ আমাদের দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নতুন রূপ নিচ্ছে, আমরা চাই এই পরিবর্তন জাতির উন্নতি, ন্যায়বিচার এবং গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার পথে সাফল্য এনে দেবে। পরিবর্তিত এই সম্ভাবনাময় দিনে আবার আমাদেরকে বৈষম্যহীন এক নতুন বাংলাদেশ গড়ার প্রতিজ্ঞা করতে হবে।