দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জের সানারপাড়স্থ বিজনেস ম্যানেজমেন্ট কলেজের এইচএসসি ( বিএম) কেন্দ্র বাতিলের প্রতিবাদে সদর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ঘেরাও করেছে ক্ষুদ্ধ বৈষম্য বিরোধী ছাত্র ছাত্রী বৃন্দ।
বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুর ১ টায় সদর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের প্রধান ফটক ঘেরাও করে রাখে।
এ সময় ক্ষুব্ধ শিক্ষার্থীরা বলেন,অবিলম্বে কেন্দ্র বাতিলের নির্দেশনা প্রত্যাহার না করা হলে বড় ধরনের কর্মসূচিতে যেতে বাধ্য হবো। সদর উপজেলা নির্বাহী অফিসার উক্ত কলেজের গর্ভানিং বডির সভাপতি হওয়া সত্বেও তিনি নীরব ভূমিকা পালন করে যাচ্ছেন।
শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে বলেন,এই কেন্দ্র টি বহাল থাকলে আশপাশের ছাত্র ছাত্রীদের পরীক্ষা দিতে সুবিধা হবে। নইলে অনেক দুরের কেন্দ্রে গিয়ে পরীক্ষা দিতে হবে। এতে করে সময় ও অর্থ বেশী খরচ হবে। অবিলম্বে কেন্দ্র বাতিলের নির্দেশনা প্রত্যাহার করে পূর্নবহালের জোর দাবী জানান বক্তারা। নইলে কঠিন কর্মসূচি পালন করতে বাধ্য হবো। এ ব্যাপারে তারা বোর্ড সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন শাহজাহান বাশার,নাদিম আহমেদ সুজন,মোঃ তানিম,মোঃ হাসান দেওয়ান,ফুয়াদ হাসান,সিফাত হোসেন,উর্মি আক্তার, লাবনী আক্তার, মোঃ নিলয়,জান্নাতুল ফেরদৌস, ফাহিম হাসান,ইস্তেখার,সাদিয়া আক্তার প্রমুখ।
এ ব্যাপারে জানতে সদর উপজেলা নির্বাহী অফিসার জাফর সাদিক চৌধুরীর মুঠোফোনে একাধিক বার কল করা হলে রিং হলেও তিনি ফোন রিসিভ করেননি।