দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে এতিম ও অসহায়দের মাঝে আবুল হোসেন খন্দকার ফাউন্ডেশন ও রোটারী ক্লাব অব নারায়ণগঞ্জ রিভার সিটির যৌথ উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
বুধবার (২৬ মার্চ) দুপুরে দেওভোগ আখড়া মসজিদ সংলগ্ন জান্নাত কনভেনশন সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও প্রজেক্ট চেয়ারম্যান রোটারিয়ান দিদার খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠিত ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, রিভার সিটির প্রেসিডেন্ট মশিউর রহমান শাকির, চার্টার্ড প্রেসিডেন্ট কামরুল হাসান, এক্সিকিউটিভ সেক্রেটারি ইব্রাহিম রাজু, পাস্ট প্রেসিডেন্ট শফিকুর রহমান, সাধারণ সম্পাদক এড. ধনঞ্জয় গুহ জয়, রোটারিয়ান আব্দুল মজিদ প্রান্তিক, সাজেদা মল্লিক, মিনহাজ আমিন মিঠু সহ আরো অনেকেই।
এসময় উপস্থিত নেতৃবৃন্দরা প্রায় পাঁচ শতাধিক অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে শাড়ি ও লুঙ্গি উপহার দেন।
এসময় দিদার খন্দকার জানান, মহান রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া প্রতি বছরের ন্যায় এবারও আপনাদের জন্য ঈদ উপহার নিয়ে আপনাদের পাশে থাকতে পারছি।আপনারা সবাই দোয়া করবেন এই ভাবে যেন আবুল হোসেন খন্দকার ফাউন্ডেশনের মাধ্যমে আপনাদের পাশে থাকতে পারি।