দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মহানগর যুবদল নেতা শফিকুল ইসলাম শফিকের উদ্যোগে মাদ্রাসার এতিম শিক্ষার্থী ও এলাকার গন্যমান্য ব্যক্তিদের নিয়ে ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
সোমবার (২৪ মার্চ) বিকেলে লক্ষীনারায়ণ উচ্চ বিদ্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে শফিকুল ইসলাম শফিক বলেন, পবিত্র রমজান মাস এর তাৎপর্য ও গুরুত্ব অনেক। এ মাসে বেশী করে দান সদকা করার জন্য বার বার তাগিদ দেওয়া হয়েছে। আল্লাহকে রাজি খুশি করতে হলে এ মাসের ইবাদত বন্দেগীর বিকল্প নেই।
এছাড়াও আমাদের সমাজে অনেক অসহায় ও এতিম রয়েছে যারা পরিবার থেকে বঞ্চিত। তাদেরকে খুশি করে আমি আল্লাহকে খুশি করতে চাই। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। সেই সাথে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করবেন। তিনি যেন দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারে।