দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আলীরটেক ইউনিয়ন ১ ও ২নং ওয়ার্ড নেতৃবৃন্দের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ মার্চ) বিকেলে আলিরটেক ইউনিয়নের সখি মনি কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে আলীরটেক ইউনিয়ন ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি রুহুল আমীন সুলতানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ২০২৪ সালের ৫ আগষ্ট ছাত্র-জনতার অভূত্থানের মাধ্যমে বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের নেতা তারেক রহমান বলেছেন সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্য। কারন বিএনপির রাজনীতি হচ্ছে সাধারণ মানুষের অধিকার আদায়ের রাজনীতি। দলকে শক্তিশালী করে গড়ে তুলতে হলে আমাদের ঐক্যবদ্ধতার কোন বিকল্প নেই। অনেকে ফ্যাসিষ্ট আওয়ামী সরকারের আমলে তাদের সাথে আতাঁত করে চলেছে, এখন আবার বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত হতে চাইছে। অথচ দলের দূর্দিনে হাজারো মামলা-হামলার শিকার হয়েছি, পুলিশের লাঠির বাড়ি খেয়েছি, বাড়িতে থাকতে পারিনি। কিন্তু তবুও ফ্যাসিষ্টদের সাথে আতাঁত করিনি। তাই আগামী নির্বাচনে দলকে ক্ষমতায় আনতে আমাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার কোন বিকল্প নেই।
বক্তব্য শেষে আলীরটেক সুলতান বাড়ি জামে মসজিদের ইমাম মুফতি মোঃ সেকান্দর আলী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দেশবাসীর কল্যাণ কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন।
অনুষ্ঠানে ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি নুরুজ্জামানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাহবুব আলম জুলহাস, যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব শাহীন হোসেন সরকার, সাংগঠনিক সম্পাদক মোঃ আওলাদ হোসেন, জাসাস এর সাংগঠনিক সম্পাদক আব্দুল মজিদ, ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি নাসিরুল হক হারুন, সাধারণ সম্পাদক পিয়ার আলী বেপারী, দিদার হোসেন, আলীরটেক ইউনিয়ন যুবদল সভাপতি শরীফ সর্দার, সাধারণ সম্পাদক ইব্রাহিম সুলতান সহ অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ।