দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খানের সুস্থ্যতা কামনায় পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার (২৯ মার্চ) দুপুর ২টায় দেওভোগ পানির ট্যাংকি স্কুল মাঠ সংলগ্ন এলাকায় ১৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি দিদার খন্দকারের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় দিদার খন্দকার বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে আপনাদের জন্য ঈদ সামগ্রী উপহারের ব্যবস্থা করা হয়েছে। আপনারা আমার নেতা জাকির খানের সুস্থ্যতার জন্য দোয়া করবেন। তিনি রাজনৈতিক ষড়যন্ত্রমূলক মামলায় কারাভোগ করছেন। বর্তমানে তিনি সকল মামলায় জামিন লাভ করলেও কোন এক অদৃশ্য কারনে বন্দি। তবে খুব শিঘ্রই তিনি আমাদের মাঝে ফিরে আসবেন।
তিনি আরও বলেন, মাঝে মাঝে আমরা দেখতে পাই অনেকে জাকির খানের নাম ভাঙ্গিয়ে বিভিন্ন অপকর্ম করার চেষ্টা করছে। তাদেরকে হুশিয়ারী দিয়ে বলতে চাই, যদি কেউ জাকির খানের নাম ভাঙ্গিয়ে অপকর্ম করার চেষ্টা করেন তাহলে তাকে পুলিশে সোপর্দ করা হবে। যদি জীবন বাজী রেখেও জাকির খানের সুনাম অক্ষুণ্ণ রাখতে হয় তবুও আমরা পিছপা হবোনা। আপনারা আমাদের নেতা তারেক রহমান ও দেশনেত্রী বেগম জিয়ার জন্য দোয়া করবেন। আগামী দিনগুলোতেও আমি আপনাদের পাশে থেকে আপনাদের সেবা করতে চাই, আমার জন্য দোয়া করবেন।
বক্তব্য শেষে সারা বিশ্বের মুসলমানদের কল্যাণ কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন, পানির টাংকি জামে মসজিদের মোয়াজ্জিন আহসান।
এরপর গরিব ও অসহায়দের মাঝে ঈদ খাদ্য সামগ্রী উপহার বিতরণ করেন নেতৃবৃন্দ।
এসময় আরো উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সদস্য ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, বিএনপি নেতা জানে আলম জনি, ১৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শফিউদ্দিন সোহেল, বিএনপি নেতা মোক্তার, জনসেবা সংগঠনের চেয়ারম্যান পারভেজ আলম মোশারফ সহ অন্যান্য নেতৃবৃন্দ।