দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ লাষ্ট নারায়ণগঞ্জ ক্লাবের প্রধান উপদেষ্টা ইয়াছিন আরাফাতের উদ্যোগে প্রায় ৫শ অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরন করা হয়।
রোববার (৩১ মার্চ) বাদ যোহর এনায়েত নগর ইউনিয়নস্থ মাসদাইর প্রাইমারী স্কুল মাঠে ঈদ সামগ্রী বিতরন করেন সংগঠনের নেতৃবৃন্দ।
এ ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সদস্য মনোয়ার হোসেন শোখন, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, এনায়েত নগর ইউনিয়ন বিএনপির সভাপতি মাহমুদুল হক আলমগীর, নারায়ণগঞ্জ জেলা মহিলা দলের সহ-সভাপতি রোজিনা আক্তার।
ঈদ সামগ্রী বিতরণ পুর্বক লাষ্ট নারায়ণগঞ্জ ক্লাবের প্রধান উপদেষ্টা ইয়াছিন আরাফাত বলেন, মহান রাব্বুল আলামিনে কাছে শুক্রিয়া ও আপনাদের দোয়া এবং ভালবাসায় প্রায় ৫শ অসহায় পরিবারের মাঝে ঈদ আনন্দ ভাগাভাগি করার সুযোগ পেয়েছি।আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন সব সময় এই ভাবে যেন আপনাদের পাশে থাকতে পারি।লাষ্ট নারায়ণগঞ্জ ক্লাব একটি অরাজনৈতিক সামাজিক সংগঠন, এই সংগঠনের মাধ্যমে আপনাদের নানা সমস্যার পাশাপাশি সামাজিক সেবা মূলক কাজে যুব সমাজ আপনাদের পাশে আছে এবং ভবিষ্যত্বেও থাকবে ইনশাল্লাহ।
এসময় আরও উপস্থিথ ছিলো, জেলা ছাত্র দলের সাবেক সহ-সভাপতি সুমন হোসেন, জেলা ছাত্র দলের সাবেক সহ-সভাপতি জিকু প্রধান, জেলা ছাত্র দলের সাবেক সহ-সাধারণ সম্পাদক আরাফাত হোসেন জিসান, ফতুল্লা থানা ছাত্র দলের সাবেক সদস্য সচিব রিয়াদ দেওয়ান, এনায়েত নগর ইউনিয়ন ৭নং ওয়ার্ড যুবদল সভাপতি রাজু হোসেন, সাধারণ সম্পাদক সাদেক,এনায়েত নগর ইউনিয়ন ছাত্র দলের সাবেক সভাপতি জুম্মান হোসেন ইমন, সাবেক সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, যুবদল নেতা রোমান সহ অন্যান্য নেতৃবৃন্দ।