দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহছানুল হক নিপু বলেছেন, জন্মদাত্রী মা কষ্ট করে যে সন্তানকে জন্ম দিয়েছে, লালন পালন করেছে। সে সন্তান মাকে সম্মন করেনা। খারাপ আচরণ করে। আল্লাহ সেই সন্তানকে কখনো ক্ষমা করবেনা। কারন মা এমনি একজন যা কারো সাথে তুলনা করা যায়না। আমার মা নেই আমি বুঝি মা হারানোর ব্যাথা, তাই আমি সবাইকে বলছি মার সাথে ভালো ব্যবহার করবেন। মাকে সম্মান করবেন।
বুধবার (৮ জানুয়ারী) রাতে ফতুল্লার কুতবুপুরের নন্দালালপুর এলাকায় আব্দুল্লাহ আল কারিম ইসলামিয়া আরাবিয়া মাদ্রাসার ৩য় বার্ষিক ওয়াজ ও মোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, যে বাড়িতে একটা ছেলে মাদক খায় সে বাড়ি দোজখ হয়ে যায়। মৃত্যুর পর একদিন হিসাব দিতে হবে এটা আমরা মনে করি না। এ কারণে মানুষ মাদক বিক্রি করে, সন্ত্রাস করে অবৈধভাবে টাকা কামানোতে উঠে পড়ে লাগে।
ওয়াজ ও মোয়া মাহফিলে ফতুল্লা থানা স্বেচ্ছা সেবকলীগের সহ সভাপতি সোহেল রানার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ছাত্রলীগের সাবেক সভাপতি আলহাজ¦ আবু মোঃ শরিফুল হক, সাবেক ছাত্রলীগ নেতা সানোয়ার হোসেন জুয়েল।
ওয়াজ ও মোয়া মাহফিলে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন, আলহাজ¦ হজরত মাওলানা ডাঃ সিরাজুল ইসলাম সিরাজী।