দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: কাশীপুর চৌধুরীগাঁও মধ্যপাড়া এলাকায় চৌধুরীগাঁও মহিলা সমবায় সমিতি লিঃ এর উদ্যোগে গ্রাহকদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। রবিবার সকাল ১১ টায় চৌধুরীগাঁও মহিলা সমবায় সমিতি লিঃ এর কার্যালয়ে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
সমিতির সভাপতি ও কাশীপুর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত ৪, ৫ ও ৬নং ওয়ার্ড মেম্বার রাবেয়া আক্তার রিমা বলেন, মহামারী করোনাভাইরাস বা (কোভিড-১৯) এর কারনে আমরা আমাদের সমিতির সকলের ঘরে ঘরে গিয়ে ঈদবাজার পৌছে দিচ্ছি। একজন গরিব মানুষ বছরে একটি ঈদের দিনে ভালো খাবার খেতে পারে না।
ছেলে মেয়েদের পড়ালেখার খরচও বহন করতে সক্ষম হয় না। তাই আমরা উদ্যোগ নিয়েছি ঈদে যেন সকলেই হাসি ও খুশি মনে করতে পারে তাই আমরা মহিলা সমবায় সমিতির মাধ্যমে গ্রহকদের কাছ থেকে প্রতিদিন ১০ টাকা করে চাঁদা নিয়ে বছরের দুটি ঈদে ঈদ সামগ্রী প্রদান করে থাকি। প্রতিবছরের ন্যায় এবারও আমরা ঈদ সামগ্রী দিচ্ছি।
সেখানে রয়েছে সাড়ে চার কেজি গরুর গোস্ত, ঘি, দুই কেজি পোলার চাউল, লাল চাউল দুই কেজি, মুগ ডাল এক কেজি, তৈল দুই কেজি, চিনি দুই কেজি, পিয়াজ তিন কেজি, লবন এক কেজি, লাচ্ছা সেমাই এক কেজি, লতা সেমাই এক পেকেট, গরম মশলা এক প্যাকেট, দুধ এক প্যাকেট, লাক্স সাবান একটি মোট ১৫ টি পণ্য ৮৬০ জন গ্রাহকদের মাঝে বিতরন করছি। আমরা চাই সকলেই যেন এক সাথে ঈদ করতে পারি। এছাড়াও আমরা চৌধুরীগাঁও মহিলা সমবায় সমিতি লিঃ এর পক্ষ থেকে অসহায় দুঃস্থ্য গরিবদেরকেও সহায়তা প্রদান করে থাকি।
তিনি আরো বলেন, মহামারী করোনাভাইরাস বা (কোভিড-১৯) মোকাবেলায় সরকার ঘোষিত সাধারণ ছুটির ফলে কর্মহীন হয়ে পরা নিম্ম আয়ের মানুষ ও নিম্ম মধ্যেবৃত্ত মানুষের ঘরে ঘরে গিয়ে নিজ অর্থায়নে খাদ্য সামগ্রী বিরতন করেছি। তা ছারাও প্রধানমন্ত্রী উপহার সামগ্রীয় আমি সকলের ঘরে ঘরে গিয়ে দিয়েছি। সকলের উচিত করোনা মোকাবেলায় সকলের ঘরে থাকা এবং বিনা প্রয়োজনে ঘরে থেকে বের না হওয়া।
এ সময় চৌধুরীগাঁও মহিলা সমবায় সমিতি লিঃ এর সভাপতি ও কাশীপুর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা আসনের ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের মেম্বার রাবেয়া আক্তার রিমার সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, সমিতির সহ-সভাপতি নাজমা আক্তার, সাধারণ সম্পাদক নাছিমা আক্তার, কোষাধ্যক্ষ রেশমা বেগম, রানু, বিলকিস, খাদিজা, শিরিনা, নারগিছ, সুলতানা প্রমুখ।