দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ নারায়ণগঞ্জ মহানগরের সিদ্ধিরগঞ্জে করোনা সঙ্কটে উপার্জনহীন এক হাজার হতদরিদ্র ও নিম্ন আয়ের মানুষের মাঝে চৌধুরীবাড়ী ব্যবসায়ী এসোসিয়েশনের উদ্যোগে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে।
রবিবার (১৪ জুন) সকাল ১১টায় চৌধুরীবাড়ী ব্যবসায়ী এসোসিয়েশনের পক্ষে নাসিক ৮নং ওয়ার্ডের গোদনাইল ভুঁইয়াপাড়া, সৈয়দপাড়া ক্যানেল পাড়, তাঁতখানা, বৌবাজার, এনায়েতনগর, পূর্ব এনায়েতনগর ও পশ্চিম এনায়েতনগর এলাকায় এ খাবার বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, চৌধুরীবাড়ী ব্যবসায়ী এসোসিয়েশনের মো: জজ মিয়া, মো: সুরুজ মিয়া, সহ-সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন, কামরুল হোসেন, কোষাধ্যক্ষ জসিম উদ্দিন, দপ্তর সম্পাদক আব্দুল মান্নান, সদস্য সেলিম, মনির ও রঞ্জনসহ আরো অনেকে।