দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ শিল্প ও বন্দর নগরী নারায়নগঞ্জে নোবেল করোনা ভাইরাসে আক্রান্ত সংখ্যা ৪ হাজার ছাড়িয়েছে। মারা গেছে ৯৯ জন।
জেলা স্বাস্থ্য অফিস সুত্রে জানা যায়,১৮ জুন সকাল ৮ টা পর্যন্ত জেলায় মোট আক্রান্ত হয়েছে ৪২৯০ জন, মারা গেছে ৯৯ জন। মোট সুস্থ্য হয়ে বাড়ি ফিরে গেছে ১৮৬৮ জন। এ পর্যন্ত জেলায় ২০৬৫৪ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। তার মধ্যে প্রায় ৪৩০০ জনের নমুনা পজিটিভ আসে।
আক্রান্তদের মধ্যে র্যাব, পুলিশ, সাংবাদিক, ডাক্তার, ব্যাংকার, গার্মেন্টস শ্রমিক সহ প্রশাসনের বিভিন্ন দফতরের কর্মকর্তা কর্মচারী রয়েছেন।
অপরদিকে জেলা প্রশাসন রুপগঞ্জ উপজেলার রুপগঞ্জ ইউনিয়নকে রেড জোন ও সদর উপজেলার আলীরটেক ইউনিয়নে কোন করোনা রোগী না পাওয়ায় গ্রীন জোন ঘোষনা করেছে।