দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ আড়াইহাজারে জাপানিজ অর্থনৈতিক অঞ্চলের জন্য অধিগৃহীত ভূমির ক্ষতিপূরণের এল এ চেক হস্তান্তর করা হয়।
সোমবার (২৭ জুলাই) সকাল ১০টায় উপজেলার ছনপাড়ায় এই চেক হস্তান্তর করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম বাবু, ভিডিও কনফারেন্সে যুক্ত হন ঢাকা বিভাগীয় কমিশনার মো: মোস্তাফিজুর রহমান পিএএ।
আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জসিম উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার মো: সোহাগ হোসেন, সাতগ্রাম ইউপি চেয়ারম্যান ওয়াদুদ মাহমুদ, সহকারী
কমিশনার (ভূমি) মো: উজ্জল হোসেন ও ওসি (তদন্ত) শওকত হোসেন প্রমুখ।
এসময় ১৩ জন ক্ষতিগ্রস্থ ভূমি মালিককে জমি ও অবকাঠামোর ক্ষতিপূরণ বাবদ ১০ কোটি ৫৩ লাখ ৫৫ হাজার ১শ’ টাকার চেক হস্তান্তর করা হয়।
প্রসঙ্গত, আড়াইহাজারের ছনপাড়া ও পাচঁরুখীতে জাপানিজ অর্থনৈতিক অঞ্চলের কাজ চলমান রয়েছে।