দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রুপগঞ্জ থানা ছাত্র দলের সদস্য সচিব প্রার্থী মেহেদী হাসান মিঠু।
মঙ্গলবার (২৮ জুলাই) এক বিবৃতিতে তিনি এ শোক প্রকাশ করেন। সেই সাথে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
বিবৃতিতে তিনি আরও উল্লেখ্য করেন, দলের দুঃসময়ে বিএনপি’র রাজনীতিতে তিনি ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অকুতভয় সৈনিকদের একজন। তিনি রাজপথে আন্দোলন সংগ্রামে দলকে সুসংগঠিত করতে অক্লান্ত পরিশ্রম করেছেন। দলে তার অবদান বলে শেষ হবার নয়। দলের প্রয়োজনে তিনি ছিলেন নিবেদিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আর্দশের সৈনিক।
দেশ ও দলের প্রয়োজনে তার ভূমিকা অপরিসীম। দেশ ও দলের নেতাকর্মীদের হৃদয়ে শফিউল বারী বাবু চিরদিন স্মরনীয় হয়ে থাকবেন।
আমি রুপগঞ্জ থানা ছাত্র দলের পক্ষ থেকে তার আত্মার মাগফিরাত কামনা করছি সেই সাথে শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।
উল্লেখ্য, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাবেক ছাত্রদলের সাধারণ সম্পাদক শফিউল বারী বাবু (৫১) মঙ্গলবার ভোর ৪টায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন।