দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় ২শ ৪০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে এর মধ্যে ১৪ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। জেলায় এ নিয়ে মোট আক্রান্তর সংক্ষ্যা ৬ হাজার ৮৬ জন। আর এই ভাইরাসে আক্রান্ত হয়ে মোট মারা গেছে ১২৮ জন।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) জেলা স্বাস্থ্য বিভাগ বিষয়টি নিশ্চিত করেছেন।
তাদের দেয়া তথ্য মতে, নতুন করে সিটি কর্পোরেশন এলাকায় ৭ জন, সদরে ২ জন, বন্দরে ২ জন, সোনারগাঁয়ে ১ জন ও রূপগঞ্জে ২ জন আক্রান্ত হয়েছেন।
জেলায় এই পর্যন্ত মোট ৩৪ হাজার ৯৬ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে এর মধ্যে করোনায় আক্রান্ত হয়েছে সিটি কর্পোরেশন এলাকায় ২ হাজার ১শ ১ জন এর মধ্যে সুস্থ হয়েছে ১ হাজার ৯৫৫ আর মৃত্যু ৬৭ জন, সদর উপজেলায় আক্রান্ত ১ হাজার ৪শ ২জন এর মধ্যে সুস্থ হয়েছে ১ হাজার ৩শ ৩২ আর মৃত্যু ২৩ জন,
বন্দর উপজেলায় আক্রান্ত ৩ হাজার ২শ ৫৪ এর মধ্যে সুস্থ হয়েছে ২শ ৩৫ আর মৃত্যু ৩ জন, রূপগঞ্জে আক্রান্ত ১ হাজার ১শ ৮৬ এর মধ্যে সুস্থ ১ হাজার ১শ ৪০ আর মৃত্যু ১০,
আড়াইহাজারে আক্রান্ত ৫শ ৬৩ এর মধ্যে সুস্থ ৫শ ৪৬ আর মৃত্যু ৪, সোনারগাঁয়ে আক্রান্ত ৫শ ৪০ এর মধ্যে সুস্থ ৪৯০ আর মৃত্যু ২১ জন।