দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২ অক্টোবর)নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ভবন প্রাঙ্গনে র্যালী ও সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় জুম কনফারেন্সের মাধ্যমে সংযুক্ত ছিলেন- নারায়ণগঞ্জ জেলা প্রশাসক(ডিসি) মো.জসিম উদ্দিন, বিকেএমইএ’র সহ-সভাপতি মোহাম্মদ হাতেম।
প্রধান অতিথি’র বক্তব্যে মো.জসিম উদ্দিন বলেন, পণ্য তৈরির প্রক্রিয়াকে সফল করতে হবে। মান নিম্নমুখী করে বাজারের ক্ষতি করা যাবে না। দিন দিন উৎপাদন বৃদ্ধিতে মনোযোগ দিতে হবে। এর মাধ্যমে আমাদের বাংলাদেশের অর্থনীতি ঠিক করা যাবে।
অনুষ্ঠানে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উপস্থিত ছিলেন – বিসিক হোসিয়ারী শিল্প নগরী কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান, বিসিক শিল্প সহায়ক কেন্দ্রের সহকারী মহা-ব্যবস্থাপক মুহাম্মদ আশিকুর রহমান, বিসিক শিল্প নগরী কর্মকর্তা ( কাঁচপুর ) শরীফ হোসেন মোল্লা,
নারায়ণগঞ্জ কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের লেবার ইন্সপেক্টর(সেইফটি) তৌহিনুর রহমান, নারায়ণগঞ্জ কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের শ্রম পরিদর্শক(স্বাস্থ্য) মো.মেহেদী হাসান, বিসিক শিল্প সহায়ক কেন্দ্রের সিআইডিডি প্রকল্পের কেমিস্ট হারুন-অর-রশিদসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।