দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: বন্দর থানা পুলিশের অনপুস্থিতিতে বন্দর থানা প্রেস ক্লাবের প্রচার সম্পাদক ও দৈনিক বিজয় পত্রিকার স্টাফ রিপোর্টার সাংবাদিক ইলিয়াস শেখের জানাযা সম্পূর্ণ হয়েছে।
সোমবার ১২ অক্টোবর বাদ আসর কলাগাছিয়া ইউনিয়ন আদমপুর ইদগাহ মাঠে হাজারো মানুষের উপস্থিতিতে এ জানাযা অনুষ্ঠিত হয়।
তবে সাংবাদিক ইলিয়াসের জানায়ায় রহস্যজনক কারণে বন্দর থানা পুলিশ উপস্থিত না থাকায় জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
জানায়ায় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের নেতা খান মাসুদ, কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আক্তার হোসেন, কলাগাছিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সাবেক মেম্বার ইউসুফ আলী প্রধান, দৈনিক বিজয় পত্রিকার সম্পাদক সাব্বির আহমেদ সেন্টু ও নির্বাহী সম্পাদক আনোয়ারুল হোক,
দৈনিক অপরাধ রিপোর্ট পত্রিকার সম্পাদক মাসুদুর রহমান দিপু, নারায়ণগঞ্জ সিটি প্রেস ক্লাবের সভাপতি সাইফুল্লাহ মাহমুদ টিটু ও সাধারন সম্পাদক সৈয়দ লিংকন, বন্দর মডেল প্রেস ক্লাবের সভাপতি এস এম শাহিন, সহ-সভাপতি জি. কে. রাসেল, আব্দুল মান্নান খান বাদল, সাধারন সম্পাদক মো. আরিফুল ইসলাম ও যুগ্ম সম্পাদক মো. শরীফুল ইসলাম, অর্থ সম্পাদক শামীম ইসলাম, বন্দর থানা যুবলীগ নেতা মাসুম আহমেদসহ এলাকার স্থানীয় ব্যাক্তিবর্গরা।