দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এক প্রবাসীর স্ত্রীকে শ্লীলতাহানি ও জোরপূর্বক জমি দখলের অভিযোগ উঠেছে পিরোজপুর ইউনিয়নের নয়াগাঁও গ্রামের হাজী আলাউদ্দিন ও তার দুই ছেলের বিরুদ্ধে।
একই গ্রামের সৌদি প্রবাসী ইদ্রিসের স্ত্রী শনিবার রাতে সোনারগাঁ থানায় একটি অভিযোগ করেন।
অভিযোগ থেকে জানাযায়, ভুক্তভোগী তার স্বামীর কেনা ১৫ শতক যায়গায় সীমানা বেড়া দিয়ে সবজি চাষ করতে গেলে চিটাগং বিল্ডার্সের ঠিকাদার হাজী আলাউদ্দিন ও তার ছেলে ইয়ানবী ও নূর নবী তাকে স্পর্শ কাতর যাগায় ধাক্কা দেয়,অশ্লীল গালাগালি করে ও প্রাণনাশের হুমকি দিয়ে তাড়িয়ে দেয়। জোরপূর্বক তাদের যায়গা দখলে নিয়ে সব বেড়া উপরে ফেলে দেয়।
এ বিযয়ে ভুক্তভোগী নারী বলেন, আমি আতঙ্কিত। চিটাগং বিল্ডারের ঠিকাদার হাজী আলাউদ্দিনের মতো ভূমি দস্যু না জানি আমার কি ক্ষতি করে ফেলে। তাদের পালিত সন্ত্রাসী দল বেলচা গ্রুপের ভয়ে আছি। থানায় অভিযোগ করেছি জানলে কিজে হয় আল্লাহ জানে।
এ বিষয়ে হাজী আলাউদ্দি বলেন,তার জায়গায় আমার ভরাট করা বালুর দাম না দিয়ে সে বেড়া দিতে আসছে। আমরা বাধা দিয়েছি। সে বেশি বাড়াবাড়ি করলে তার খবর আছে।
সোনারগাঁ থানার ওসি রফিকুল ইসলাম বলেন,একজন মহিলা শ্লীলতাহানি ও জোর পূর্বক তার যায়গা দখলের একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যাবস্থা নেয়া হবে।