দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: নারায়ণগঞ্জের বন্দরে জাতীয় দৈনিক বিজয় পত্রিকার নিজস্ব সংবাদদাতাকে হত্যা করে ক্ষান্ত নয় এবার সম্পাদক সাব্বির আহমেদ সেন্টু ও নির্বাহী সম্পাদক আনোয়ারুল হককে হত্যার হুমকি দিয়েছে সাংবাদিক শেখ মোঃ ইলিয়াস হত্যা মামলার অধরা আসামীরা।
মঙ্গলবার সকাল ৯টা ৪০ মিনিটে জিডি এন্ট্রি শেষে ০১৩১২৬৭৩৯০৪ নাম্বার থেকে আনোয়ারুল হকের ব্যবহৃত ০১৭১৬৮৫৯৫২২ নম্বরের মোবাইল ফোনে কল দিয়ে এ হুমকি প্রদান করেন।
সন্ত্রাসীদের অব্যাহত হুমকির কারণে বর্তমানে চরম নিরাপত্তাহীণ শংকার মধ্যে দিন কাটাচ্ছেন এ ব্যাপারে বন্দর থানার অফিসার ইনচার্জের সঙ্গে আলাপকালে তিনি জানান,মোবাইল ট্র্যাকিংয়ে দেয়া হয়েছে প্রাথমিকভাবে ওই ফোন কলটি সালেহনগর এলাকা থেকে করা হয়েছে। তাদেরকে গ্রেফতারের প্রক্রিয়া চলছে।