দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: টাকা ধার নিয়ে ফেরত দিতে অস্বীকৃতি জানানোয় ভাইয়ের সাথে অভিমান করে নারায়ণগঞ্জে বিষপানে শিরিন নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে।
বুধবার (২১ অক্টোবর) সকালে জেলার আড়াইহাজার থানার চামুরকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শিরিন ওই এলাকার শামসুল হকের মেয়ে বলে জানা গেছে।
খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।
ঘটনাস্থল পরিদর্শন শেষে আড়াইহাজার থানার এসআই মঞ্জুরুল ইসলাম জানান, শিরিন আক্তার নরসিংদীর মাধবদী থানার নুরালাপুর গ্রামের রহম আলীর ছেলে মনির হোসেনের স্ত্রী। বেশ কিছুদিন আগে ভাই আয়নাল হক শিরিনের স্বামীর কাছ থেকে ২০ হাজার টাকা ধার এনেছিল। ধার নেওয়া টাকা যথা সময়ে পরিশোধ করনি আয়নাল। এ নিয়ে কয়েকদিন ধরেই শিরিনের সাথে তার স্বামীর মনোমালিন্য চলছিল।
একপর্যায়ে মঙ্গলবার (২০ অক্টোবর) বিকালে পাওনা টাকার জন্য শিরিনকে তার স্বামী বাবার বাড়িতে পাঠিয়ে দেয়। পরে শারমিন বাবার বাড়িতে এসে তার ভাইয়ের কাছে স্বামীর পাওনা ২০ হাজার টাকা ফেরত দিতে বলে। এ সময় আয়নাল পাওনা টাকার ব্যাপারে অস্বীকৃতি জানায়। এরই জেরে বুধবার সকালে শারমিন বিষ পানকরে। পরে হাসপাতালে নেওয়ার পথে শিরিনের মৃত্যু হয়। এ ঘটনার পর থেকেই আয়নাল পলাতক রয়েছে বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।