দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: হার্টবিটস অব কলেজ ফ্রেন্ডস এর উদ্যোগে গত ২৪শে অক্টোবর’২০২০ শনিবার, নারায়নগঞ্জের “মেলা ফুড জোন” এ বন্ধু একেএম হাসানুজ্জামান হাসানের স্মৃতির প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে এক শোক সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়! মনোয়ার হোসেন পিপুলের সঞ্চালনায় উক্ত শোক সভায় বন্ধু হাসানের উপর স্মৃতিচারন করেন, হার্টবিটস অব কলেজ ফ্রেন্ডস এর এডমিন ইঞ্জিনিয়ার নাসিম হাসান, এডমিন লুৎফুন নাহার মুন্নী, এডমিন মোমিন হোসেন দোলন,
ফকির আব্দুল মালেক, মেজর (অবঃ) নজরুল ইসলাম, মখালেদ বিন রশীদ, মাসুদ আহমেদ, মোঃ শাহাবুদ্দিন বাবুল, ফারুক আহমেদ রিপন, জাকির হোসেন, তৈয়ব হোসেন বাপ্পী, উত্তম সাহা, আনিসুল হক, মোঃ সারোয়ার ইমরুল ইমু, কামরুননেসা মিতালি, কাজী ইয়াসমিন আকতার, ডাঃ আলম সিকদার বাপ্পী, ডাঃ শহীদ ইসলাম, হাসানুজ্জামান জুয়েল, আনিসুজ্জামান, নেসার আহমেদ প্রিন্স, মোঃ আশরাফ উদ্দিন, মোঃ টিপু সুলতান,
সৈয়দ কামরুল হক টিটো, অসীম কুমার সাহা, মেহেদী আহসান লিটু, বিটিভির মিউজিক ডাইরেক্টর, মনির হোসেন, রবিউল আলম বাদল, আশিকুর রহমান ডিউক, নুরুল ইসলাম জানু, সাহাদাত হোসেন, আসলাম, সালাউদ্দিন অপুসহ হার্টবিটস অব কলেজ ফ্রেন্ডস এর অন্যান্য বন্ধুরা! উক্ত শোক সভায় আরো উপস্থিত ছিলেন, বন্ধু হাসানের সহধর্মীনী, মিসেস ইসরাত জাহান সুইটি ও দুই শিশু সন্তান, সাহেইল-মুসকান, হাসানের ভায়রা হাসান হাফিজুর রহমান বাপীসহ গন্যমান্য অতিথিবৃন্দ!
সুচনা বক্তব্যে স্মৃতিচারন করতে গিয়ে বন্ধু নাসিম শেষ সাড়ে চারমাস অসুস্থ থাকাকালীন হাসানের সাথে তার আবেগমাখা স্মৃতিগুলো তুলে ধরেন। শোক সভার শেষ পর্যায়ে বন্ধু হাসানের আত্নার মাগফেরাত কামনা করে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বিশেষ দোয়া প্রার্থনা করা হয়।। উক্ত মিলাদ ও বিশেষ দোয়া পরিচালনা করেন, বন্ধু হাসানের জন্মস্থান, খানপুরের দারুসসালাম মাদ্রাসার খতিব মাওলানা আলামিন।।