দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: রূপগঞ্জে মেয়েকে ধর্ষণের চেষ্টার অপরাধে বাবা আনোয়োর (৩৬) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে রূপগঞ্জের ভোলাব তদন্ত কেন্দ্রের পুলিশ।
রোববার (২৫ অক্টোবর) শিশু (১৩) নিজের পিতার নামে রূপগঞ্জ থানায় এসে মামলা দায়ের করলে পুলিশ অভিযুক্ত পিতা মো. আনোয়ারকে নিজ বাসা থেকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার আনোয়ার রূপগঞ্জের আধলা এলাকার মৃত কদম আলীর ছেলে।
রোববার (২৫ অক্টোবর) দিবাগত রাত ২ টা থেকে ২.৩০ মিনিটে রূপগঞ্জের আধলা এলাকার মো. আনোয়োর তার ১৩ বছরের মেয়েকে বাড়ী পাশে আখখেতে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। সেই ঘটনায় বেলা ১১.৪৫ বাজে ভূক্তভোগী নাবালিকা শিশু (১৩) নিজ পিতাকে আসামী করে রূপগঞ্জ থানায় ধর্ষণের চেষ্টায় মামলা দায়ের করেছে।
মামলার বিষয়টি নিশ্চিত করেছেন রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান। মামলাটি দায়েরের পর ভোলাব তদন্তকেন্দ্র এর এসআই মো. আমিনুল ইসলামকে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দিয়েছেন এমন কথা জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।
ভোলাব তদন্তকেন্দ্র এর উপ-পরিদর্শক মো. আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, ভূক্তভোগী ওই শিশু থানায় এসে অভিযোগ করলে ওসি সাহেবের নির্দেশে আনোয়ারকে তার বাসা থেকে গ্রেপ্তা করেছি।