দ্যা্ বাংলা এক্সপ্রেস ডটকম: নারায়ণগঞ্জের বন্দরে সিমেন্ট কারখানায় কয়লা পোড়ানোর মেশিন বিস্ফোরণের ঘটনায় ৫ শ্রমিক দগ্ধ হয়েছে।
রবিবার (৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে বন্দরের মদনগঞ্জ এলাকায় অবস্থিত বসুন্ধরা সিমেন্ট কারখানায় এ ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন- মেকানিকেল ইঞ্জিনিয়ার সাইফুজ্জামান সোহাগ (৪০), ফায়ার ম্যান আবুল কালাম আজাদ (২৮), ফায়ারম্যান রাহাতুল আরেফিন (২৮), ফায়ারম্যান দেওয়ান আলী (৫০) ও হেলপার মাসুদ রানা (২৫)। এর মধ্যে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার সাইফুজ্জামান সোহাগ ৩০%, আজাদের ৭%, রাহাতুল ৫%, দেওয়ান আলী ৭%, রানার ৭% দগ্ধ হয়েছেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আহতরা বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন। তবে বর্তমানে সবাই শঙ্কামুক্ত বলেও জানান তিনি।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুদ্দিন ভূইয়া জানান, বসুন্ধরা সিমেন্ট কারখানায় কয়লা পোড়ানোর কোল্ড মেশিনে বিস্ফোরণের ঘটনায় ৫ জন আহত হয়েছে। আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এ বিষয়ে তদন্ত চলছে।