দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ দাউদ পুর ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান ও মেম্বারদের শপথবাক্য পাঠ করান জেলা প্রশাসক মোঃ জসিম উদ্দিন।
বুধবার (২৫ নভেম্বর) বেলা ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আয়োজন করা হয়।
এ সময় জেলা প্রশাসক জসিমউদদীন বলেন, আপনাদের সহযোগিতায় নিরপেক্ষ ও সুন্দর একটি নির্বাচন দিতে পেরেছি। মনে রাখবেন আজ থেকে রাষ্ট্রের নাগরিক হিসেবে আপনারা দায়িত্ব পালন করবেন।
তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর সোনারবাংলা গড়ার লক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মিলিত ভাবে উন্নয়নের যে ধারা অব্যাহত রাখত কাজ করে চলেছেন। এ জন্য আপনারা আজ থেকে নতুন দায়িত্ব গ্রহন করলেন। তা সরকারের সকল কাজে সম্পৃক্ত থেকে আমাদেরকে উন্নয়নমূলক কর্মকাণ্ডে দেশের মানুষের হয়ে সততার শোহিত কাজ করতে হবে।
এ সময় নব-নির্বাচিত চেয়ারম্যান, মেম্বার, সরকারী কর্মকর্তা ও স্হানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ গন উপস্হিত ছিলেন।