দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: বন্দরে এবার হাফেজ মাওলানা সোলাইমানের বিরুদ্ধে সোনাকান্দা উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্রী সামানুন আক্তার তানহা (১৪) অপহরণের অভিযোগ পাওয়া গেছে।
অপহরণ ঘটনার ৩ দিন পর ১২ ডিসেম্বর শনিবার সকালে অপহৃতা স্কুল ছাত্রী পিতা মনির হোসেন মিয়া বাদী হয়ে অপহরণকারী হাফেজ মাওলানা সোলাইমানসহ ৩ জনের নাম উল্লেখ্য করে বন্দর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে এ মামলা দায়ের করেন। যার মামলা নং- ৫(১২)২০।
এ দিকে পুলিশ মামলা দায়েরের ওই দিন দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে সোনাকান্দা এনায়েতনগর এলাকায় অভিযান চালিয়ে অপহরণ মামলার এজাহারভূক্ত আসামীর পিতা ও মাতাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলো বন্দর থানার সোনাকান্দা এনায়েতনগর এলাকার মৃত আশ্রফ আলী মিয়ার ছেলে জাহাঙ্গীর হোসেন সোহেল (৪৮) ও তার স্ত্রী আছিয়া বেগম (৪৫)।
পুলিশ গ্রেপ্তারকৃতদের অপহরণ মামলায় ওই দিন দুপুরে আদালতে প্রেরণ করেছে। জানা গেছে, বন্দর থানার পশ্চিম হাজীপুর এলাকার মনির হোসেন মিয়ার মেয়ে সামানুন আক্তার তানহা সোনাকান্দা উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীতে লেখাপড়া করে আসছে।
এ সুবাদে গত ৯ ডিসেম্বর দুপুরে স্কুল ছাত্রী তানহা টেস্ট পরিক্ষার খাতা জমা দেওয়ার জন্য বাসা থেকে বের হয়ে স্কুলে দিকে আসলে। ওই সময় সোনাকান্দা এনায়েতনগর এলাকার জাহাঙ্গীর হোসেন সোহেল ও তার স্ত্রী আছিয়া বেগমের পরার্মশে তাদের ছেলে হাফেজ মাওলানা সোলাইমান স্কুল ছাত্রীকে ফুসলিয়ে স্এিনজি যোগে অপহরণ করে অজ্ঞাত স্থানে পালিয়ে যায়।
এ ঘটনায় অপহৃতা স্কুল ছাত্রীর পিতা বাদী হয়ে অপহরণ ঘটনার ৩ দিন পর থানায় মামলা দায়ের করলে পুলিশ মামলা দায়েরের ওই দিন দুপুরে অপহরণ মামলা এজাহারভূক্ত আসামী পিতা/মাতাকে গ্রেপ্তার করে শনিবার দুপুরে তাদেরকে আদালতে প্রেরণ করে।
এ ব্যাপারে অপহরণ মামলার তদন্তকারি কর্মকর্তা এসআই আনিছুর গনমাধ্যমকে জানিয়েছে, অপহরন মামলার বাদী অপহরণকারি মাওলানা সোলাইমানসহ তার পিতা মাতাকে আসামী করেছে। আমরা অপহরণকারির পিতা/মাতাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। গ্রেপ্তারকৃতদের ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। অপহৃতা স্কুল ছাত্রীকে উদ্ধারের জন্য পুলিশের অভিযান অব্যহত রয়েছে।