দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: বিএনপির সিনিয়র ভাইস-চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহারের দাবিতে নগরীতে বিক্ষোভ মিছিল করে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি।
বুধবার (১৩ জানুয়ারী) বিকেল ৩ টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে কালিবাজার মোড়ে গিয়ে শেষ হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সবুর খান সেন্টু, সহ-সভাপতি এ্যাড. রফিক আহম্মেদ, হাজী ফারুক হোসেন, মনিরুজ্জামান মনির, সাংগঠনিক সম্পাদক এ্যাড. আবু আল ইউসুফ খান টিপু, আবুল কাউছার আশা, যুগ্ম-সাধারণ সম্পাদক হাজী ইসমাইল, আওলাদ হোসেন, মনিরুল ইসলাম সজল, দপ্তর সম্পাদক ইসমাইল মাষ্টার,
আইনবিষয়ক সম্পাদক এ্যাড. আনিছুর রহমান মোল্লা, গণশিক্ষা বিষয়ক সম্পাদক বরকত উল্লাহ বুলু, পরিবেশ বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম বাবু, সহ-দপ্তর সম্পাদক মাহমুদ, এনামুল হক রোমান, ধর্মবিষয়ক সম্পাদক শাহরিয়ার চৌধুরী ইমন, সহ-প্রচার সম্পাদক মাকিদ মোস্তাকিম শিপলু, মহানগর বিএনপি নেতা সুলতান আহম্মেদ, আল মামুন, শহীদ মেম্বার, কামরুল হাসান ছাউদ চুন্নু, মাসুদ চৌধুরী, মানিক বেপারী, আল আরিফ, স্বপন, সজল, হারুন শেখ,
মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি ফারুক চৌধুরী, সহ-সভাপতি আরাফাত চৌধুরী, মেহেদী হাসান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, যুগ্ম-সম্পাদক আব্দুল হাসিব, রাজু হোসেন রাজু, পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুর রশিদ হাওলাদার, সহ-আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক জাহিদ প্রধান, রোমান হোসেন রাব্বী,
মহানগর ছাত্রদলের সহ-সভাপতি কামরুল হাসান মাসুদ, যুগ্ম-সাধারণ সম্পাদক আরিফ হোসেন, মহানগর শ্রমিক দলের সদস্য সচিব আলী আজগর, যুগ্ম-আহবায়ক খালেদ মাহমুদ, জুয়েল হোসেন, বিল্লাল বেপারী, জমজম, আলী গাফ্ফার সহ বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।