দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবুল কাউছার আশার বন্ধু মহলের উদ্যোগে কালাম দম্পতির সুস্থতা কামনায় দোয়া করা হয়।
শুক্রবার (২২ জানুয়ারী) বাদ আসর নগরীর তল্লা বড় মসজিদে এ দোয়া ও মিলাদের আয়োজন করা হয়। এ মিলাদ ও দোয়া পরিচালনা করেন তল্লা বড় মসজিদের ইমাম ও খতিব মাওলানা ওমর ফারুক।
মিলাদ ও দোয়ায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক অহিদুল ইসলাম ছক্কু। এ সময় আরও উপস্থিত ছিলেন, আরাফাত চৌধুরী, মেহেদী হাসান, নাছির, কাউছার,সহিদ, দুলাল, মোস্তফা, মামুন, রামু, অজিৎ দাস, শ্যামল, মসাছুম নাছির, টিপু প্রমূখ।
উল্লেখ্য, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ এ্যাড. আবুল কালাম ও তার সহধর্মিনী করোনায় আক্রান্ত হয়ে নিজ বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন। তাদের সুস্থতা কামনায় এ দোয়া করা হয়।