দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: নাসিম ওসমান সূতি দু:স্থ কল্যায়ন ফাউন্ডেশনের উদ্যোগে ভাষা সৈনিক এ কে এম সামসুজ্জোহার ৩৪ তম মৃত্যু বাষিকী উপলক্ষে কবর জিয়ারত ও রুহের মাগফেরাত কামনায় মিলাদ দোয়ার আয়োজন করা হয়।
শনিবার (২০ ফেব্রুয়ারী) বাদ মাগরিব নারায়ণগঞ্জ কেন্দ্রীয় সিটি কর্পোরেশন কবরস্থান মসজিদে নাসিম ওসমান সূতি দু:স্থ কল্যায়ন ফাউন্ডেশনের সভাপতি তরিকুল ইসলাম লিমনের উদ্যোগে এ মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়। মিলাদ ও দোয়া শেষে প্রয়াত ভাষা সৈনিকের কবর জিয়ারত করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, নাসিম ওসমান স্মৃতি দুস্থ কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি তরিকুল ইসলাম লিমন, জাতীয় যুবসংহতি নারায়ণগঞ্জ জেলার আহবায়ক সাইফুল ইসলাম বাহার, সাবেক ছাত্র লীগের কর্মবাস্তবায়ণ বিষয়ক সম্পাদক মো: মনির হোসেন, ফতুল্লা থানা জাতীয় শ্রমিক পাটির আহ্বায়ক মোস্তফা বান্ডারী, সদস্য সচিব আলমগীর দেওয়ান,
সাংগঠনিক সম্পাদক হাফিজুর ইসলাম জেকি, বন্দর থানা জাতীয় ছাত্র সমাজের আহবায়ক আশরাফুল ইসলাম, যুগ্ম সম্পাদক রাশিদুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক রায়হান কবীর, নারায়ণগঞ্জ বাসমিনি বাস শ্রমিক ইউনিয়নের কোষাধ্যক্ষ গোলাম সোস্তফা, সাবেক ছাত্রলীগ নেতা ফরহাদ রেজা, মো: ইব্রাহীম, মো:হাসান, মজিবর, জসিম, জামাল, রবিউল হোসেন, নাদিম সহ প্রমূখ।