দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: সাইনবোর্ডের প্রাণ বল্লভ মিষ্টান্ন ভান্ডারকে নারায়ণগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বিভিন্ন অপরাধে মোট ১ লাখ টাকা জরিমানা আরোপ ও আদায় করেছে।
মঙ্গলবার (২ মার্চ) নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় চালানো হয় এ অভিযানটি।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ সেলিমুজ্জামানের নেতৃত্বে এ জরিমানা করা হয়।
সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় আবস্থিত প্রাণ বল্লভ মিষ্টান্ন ভান্ডারকে পণ্যের গায়ে উৎপাদন তারিখ, মেয়াদ উর্ত্তিণের তারিখ,সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য, দৃশ্যমান স্থানে পণ্যের মূল্য তালিকা লটকিয়ে প্রদর্শন না করা, এবং অবৈধ প্রক্রিয়ায় দই তৈরি করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৭
ধারায় পঁচিশ হাজার টাকা, ৩৮ ধারায় পঁচিশ হাজার টাকা এবং ৪৩ ধারায় পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়।
উক্ত অভিযানে ক্যাব এর প্রতিনিধি ও জেলা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।