দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: নারায়ণগঞ্জের সদর উপজেলার একটি বস্তিতে অগ্নিকাণ্ডে একটি রিকশার গ্যারেজের অর্ধশতাধিক রিকশা সহ অন্তত ২৫টি ঘর পুড়ে গেছে। তবে এতে কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
সোমবার(২২ মার্চ) দিনগত রাত ১২টায় উপজেলার চাঁদমারী বস্তিতে ওই ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ১০টি ইউনিট ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, ‘১২টা ১০ মিনিটে আগুনের খবর পেয়ে প্রথমে ৪টি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরো ৬টি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।১০টি ইউনিট প্রায় ১ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এতে কোন হতাহতের খবর পাওয়া যায়নি। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে বলা যাবে।’
প্রত্যক্ষদর্শীরা জানান, ‘বস্তির মোহাম্মদ আলীর কাগজের গোডাউন থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়। পরে দ্রুত আগুন চারদিকে ছড়িয়ে পরে। পরে আশে পাশের মানুষ আগুন বলে চিৎকার শুরু করলে বস্তির লোকজন বের হয়ে এসে আগুন নিভাতে চেষ্টা করে। কিন্তু আগুনের তীব্রতা বাড়তে থাকলে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। প্রায় ২০ থেকে ২৫ মিনিট পর ফায়ার সার্ভিসের কমর্ীরা এসে আগুন নেভাতে শুরু করে। ততক্ষনে একটি রিকশার গ্যারেজের অর্ধশতাধিক রিকশা আগুনে পুড়ে যায়। এছাড়াও আশে পাশের আরো অন্তত ২৫ ঘরের আসবাবপত্রও মালামাল পুড়ে ছাই হয়ে যায়।’
অগ্নিকাণ্ডের খবর পেয়ে রাত দেড়টায় ঘটনাস্থল পরিদর্শন করেন নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ইউএনও)
নাহিদা বারিক।
তিনি সাংবাদিকদের বলেন, ‘এখানে অন্তত ২৫টি ঘর আগুনে পুড়ে গেছে। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমান জানা যায়নি।`