দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ ভয়াবহ করোনাভাইরাসে ঢাকার অধিবাসীরা বেশি আক্রান্ত হচ্ছেন। এরপরই স্থান করে নিয়েছে নারায়ণগঞ্জ। ঢাকায় মোট ৬৪ জন করোনা রোগী রয়েছেন। ঢাকার পরই রয়েছে নারায়ণগঞ্জ জেলা।
এজন্য নারায়ণগঞ্জকে করোনার ক্লাস্টার (ঝাক)বলছে আইইডিসিআর। গত ২৪ ঘণ্টায় নারায়ণগঞ্জে শনাক্তকৃত ১২ জনসহ মোট শনাক্ত হয়েছে ২৩ জন।
সোমবার (৬ এপ্রিল) দুপুরে এক অনলাইন ব্রিফিংয়ে এ কথা জানান রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ৩৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এনিয়ে দেশের মোট করোনা রোগীর সংখ্যা ১২৩ জন। এই পরিসংখ্যানে ঢাকা শহরে সবচেয়ে বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে।
তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় করোনায় মারা যায় তিনজন। এ নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা ১২।