দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ লিও ক্লাব অব ঢাকা মেগাসিটি এর ২০২০-২১ সালের লিও রায়হানুল ইসলামকে প্রেসিডেন্ট ও লিও ফাহিম ফয়সালকে সেক্রেটারি করে নবনির্বাচিত কমিটি গঠন করা হয়েছে।
আন্তর্জাতিক সেবাধর্মী সংগঠন লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনালের ইয়ূথ সংগঠন লিও ক্লাব।লায়ন্স জেলা ৩১৫এ১ এর অন্তর্গত লিও জেলা ৩১৫এ১ এর অধীনে লিও ক্লাব অব ঢাকা মেগাসিটি বর্তমান প্রেসিডেন্ট মোঃইলিয়াছের সভাপতিত্বে, গত ১৫ মে বিকেলে ক্লাবের সকল সদস্যদের উপস্থিতিতে অনলাইন গুগল মিটের মাধ্যমে বার্ষিক সাধারণ সভা ও বোর্ড অব ডিরেক্টর নির্বাচন এর মাধ্যমে নির্বাচিত হয় নবনির্বাচিত কমিটিটি।
২০২০-২০২১ বর্ষের জন্য নির্বাচিত ক্লাব বোর্ড সদস্যরা হলেন- লিও রায়হানুল ইসলাম-প্রেসিডেন্ট, লিও মোঃ ইলিয়াস- ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট, লিও আব্দুল মান্নান মিল্টন-ফাস্ট ভাইস প্রেসিডেন্ট, লিও হায়দার আলী- ভাইস প্রেসিডেন্ট, লিও ফাহিম ফয়সাল – সেক্রেটারি, লিও সৈয়দা শরিফা ইয়াসমিন- সেক্রেটারি (সার্ভিস), লিও মাহে আলম উৎসব – সেক্রেটারি (প্রজেক্ট),
লিও আল আমিন রাফি – ট্রেজারার, লিও নাসিফ সারিয়া-ট্রেজারার (সার্ভিস), লিও মাকসুদা পারভিন – ট্রেজারার (প্রজেক্ট), লিও ফরহাদ হোসেন – ক্লাব ডিরেক্টর, লিও নাফিস খান রোহান – মেম্বারশিপ ডিরেক্টর, লিও মাহমুদা আক্তার মুক্তা – টেমার, লিও মাহমুদা আক্তার শতাব্দী – টেইল টুইস্টার, লিও রাকিবুল ইসলাম – সার্ভিস ডিরেক্টর, লিও মোঃ ফরহাদ-ব্র্যান্ডিং এন্ড পাবলিক রিলেশনশিপ ডিরেক্টর, লিও মোঃ ইফাজ আহমেদ – ফান্ড রাইজিং ডিরেক্টর, লিও মোসাঃ ইসমিতারা চামেলি – সিস্টার লিও কোর্ডিনেটর, লিও নাসরিন আক্তার নিতু – মাই লায়ন্স এপস এডভোকেট।
এসময় ক্লাবের ২০২০-২০২১ সালের বোর্ড অব ডিরেক্টর নির্বাচন প্রক্রিয়ায় নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন চিফ ট্রেইনার লিও জেলা ৩১৫এ১ বাংলাদেশ এর লিও ফরহাদ হোসেন,প্রাক্তন সভাপতি লিও এ.এস.এম নাফিস খান,সদ্য প্রাক্তন সভাপতি
লিও মোঃ ইলিয়াছ