দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ কাঁটাবন এন্ড কোম্পানীতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে ২ লক্ষ টাকা জরিমান আরোপ ও আদায় করা হয়।
বুধবার (২৯ জুলাই) সকাল ৮টায় গোপন তথ্যের ভিত্তিতে ফতুল্লার ভূইগড় খালপাড় এলাকায় অবস্থিত কাঁটাবন এন্ড কোম্পানীতে অভিযানটি পরিচালিত হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা উপ পরিচালক মোঃসেলিমুজ্জামানের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।এসময় অভিযান পরিচালনাকালে উক্ত মিষ্টির দোকানে অনুমোদনহীন কেমিক্যাল, অপরিস্কার অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যপ্রস্তুত এবং বিএসটিআই এর লাইসেন্স বিহীন দধি ও ঘি তৈরি করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪২ ও ৪৩ ধারা অনুযায়ী যথাক্রমে ( ১,০০,০০০ + ১,০০,০০০ ) ২,০০,০০০/- দুই লক্ষ টাকা জরিনামা আরোপ ও আদায় করা হয়।
অভিযানে আরো উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার রেজা মোঃ গোলাম মাসুম,নিরাপদ খাদ্য কতৃপক্ষ, বিএসটিআই এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ।