দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ নারায়ণগঞ্জ শহরের মিনাবাজার এলাকায় দুপুরে নিম্মমানের স্বর্ণ ও ওজনে প্রতারনা করার অভিযোগে নিউ আল তারিক নামে এক জুয়েলার্সের অভিযান চালিয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলার সদস্যরা ১লক্ষ টাকা জরিমানা করেন।
এসময় উপস্থিত ছিলেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা উপ- পরিচালক সেলিমুজাম্মান, চেম্বার অব কমার্স, পুলিশ সদস্য ও স্বর্ণ দোকান মালিক সমিতি।
সেলিমুজাম্মান জানান, ভোক্তা আলী আজম রোকন এর অভিযোগের ভিত্তিতে শহরের মিনা বাজার এলাকায় অবস্থিত নিউ আল তারিক জুয়েলার্স এ অভিযান পরিচালনা করা হয়।
এসময় ২২ ক্যারেট স্বর্ণের স্থলে ১৯ ক্যারেট স্বর্ণ প্রদান ও ওজনে প্রতারনা করে জুয়েলার্সটি। এতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৫ ও ৪৮ ধারা তাদের ১লাক্ষ টাকা জরিমানা এবং অভিযুক্ত প্রতিষ্ঠনকে স্বর্ণের দাম ৫দিনের মধ্যে অভিযোগকারীকে প্রদান করা আদেশ দেন।