দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ নারায়ণগঞ্জে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে মরণঘাতী ভাইরাসে জেলায় মোট ২৯৬ জন মৃত্যুবরণ করেছেন। মৃতদের মধ্যে তিনজন পুরুষ ও একজন নারী। মৃত নারী (৩০) ও এক পুরুষ (৫০) সদর উপজেলার বাসিন্দা। মৃত আরেক পুরুষ (৭৪) সিটি কর্পোরেশন এলাকার ও অপরজন (৬৫) সোনারগাঁয়ের বাসিন্দা।
এদিকে নতুন করে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন আরও ২৯৪ জন। এই নিয়ে জেলায় মোট আক্রান্ত হলেন ২৩ হাজার ১৩৫ জন।
রবিবার (১৫ আগস্ট) সকালে জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে এই তথ্য জানা যায়। নতুন করে সিটি কর্পোরেশন এলাকায় ৮০ জন, সদরে ৫৪ জন, বন্দরে ৫৬ জন, আড়াইহাজারে ২০ জন, সোনারগাঁয়ে ৩৫ জন ও রূপগঞ্জে ৪৯ জন আক্রান্ত হয়েছেন।