দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: চাঁদপুরের উত্তর মতলবের বাহাদুরপুর গ্রামে বোনকে নির্যাতনের প্রতিবাদ করায় গর্ভধারীনি মা’কে ভগিনপতি কর্তৃক ধাক্কা দেয়ার প্রতিবাদ করায় রানা হোসেন বেপারী নামে এক যুবককে কুপিয়ে হত্যার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে তালৈ’র বিরুদ্ধে। ২রা আগষ্ট সকালে এ ঘটনা ঘটে।
ঘটনার সুত্রে জানান, প্রায় ৩ বছর পুর্বে উত্তর মতলব বাহাদুরপুর এলাকায় খোকা প্রধানের ছেলে সাব্বিরের সাথে ইসলামী শরীয়াহ মোতাবেক মো.জজ মিয়া বেপারীর মেয়ে ও রানা হোসেন বেপারীর বোন শাহানাজ বেগমের সাথে বিয়ে হয়। তাদের দাম্পত্য জীবনে এক সন্তানও রয়েছে। ভগ্নিপতি সাব্বির মাদকে আক্রান্ত হয়ে গেলে তাদের সংসারে বিভিন্ন সময়ে ঝগড়া-বিবাদ হয়।
এ সমস্যা সমাধানের জন্য রানার মা তার বোনের শশুরবাড়িতে গিয়ে জামাতাকে জিঞ্জেস করলে সে তার শাশুড়িকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। বিষয়টি জানতে পেরে রানা তার বোনের শশুরবাড়িতে গিয়ে জানতে চাইলে তার তালৈ খোকা প্রধান রানাকে ধারালো ছুরি দিয়ে মাথায় আঘাত করে গুরুতর জখম করে।
এ সময় দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে গেয়ে চিকিৎসকরা রানার অবস্থা বেগতিক দেখে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। সেখানে রানার মাথায় প্রায় ১৩টি সেলাই লেগেছে বলে জানান রানার পরিবারের সদস্যরা।
এ দিকে তালৈ কর্তৃক পুত্রাকে জখমের ঘটনা নিয়ে এলাকায় ব্যাপক সমালোচনার ঝড় বইছে। এ বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও মেম্বার সামাজিকভাবে ফয়সালা করবেন বলে জানান ইউপি মেম্বার।