দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: নারায়ণগঞ্জের রুপগঞ্জে ১ম স্ত্রীর দায়ের করা যৌতুক মামলায় ওয়ারেন্টভুক্ত আসামী স্বামী মো.হেলালউদ্দিনকে গ্রেফতার করেছে রুপগঞ্জ থানা পুলিশ।
বুধবার ১৬ আগষ্ট হেলালউদ্দিনের স্বদেশ হাসপাতাল থেকে তাকে গ্রেফতার করে আদালতে প্রেরন করা হয়েছে।
মামলার বাদী লিজা আক্তার ইভা জানান,ইসলামী শরীয়াহ মোতাবেক মো.হেলালউদ্দিনের সাথে তার বিয়ে হয়। গত দুই বছর পুর্বে টাঙ্গাইল থেকে রুপগঞ্জের রুপসী এলাকায় এসে পুনরায় আরেক বিয়ে করেন তার স্বামী হেলাল। এখানে এসে রুপসী এলাকায় স্বাধীন হাসপাতাল নামে একটি প্রতিষ্ঠান খুলে বসে।
পুরোপুরি অভিজ্ঞতা না থাকায় এবং নারীদের প্রতি আসক্ত হওয়ার দরুন ইতিপুর্বে সে কয়েকটি প্রতিষ্ঠান থেকে বরখাস্ত হয়েছে। আমার স্বামী আমাকে না জানিয়ে ২য় বিয়ে করায় আমি তার বিরুদ্ধে মহামান্য আদালতে একটি যৌতুক মামলা করি যার নং ৫১৮/২৩ইং।
সে আরও জানায়,স্বামীকে যৌতুক মামলায় জেল হাজতে পাঠানোর কারনে তার স্বামী ও ২য় স্ত্রীর পরিবারের সদস্যরা আমাকে ও আমার পরিবারের সদস্যদেরকে মামলা তুলে নিতে অব্যাহত চাপ প্রয়োগ করছেন। হেলালউদ্দিন রুপগঞ্জের রুপসী এলাকায় ২য় বিয়ে করে সেখানকার জামাই হিসেবে প্রভাব খাটিয়ে আমাকেসহ পরিবারকে চাপের মুখে রেখেছে। আমি মহামান্য আদালতের কাছে ন্যায় বিচার প্রার্থনা করছি।