দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: নারায়ণগঞ্জ বন্দরে প্রনোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক ৬থশ জন কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বিজ বিতরন করা হয়। সোমবার ২৩ অক্টোবর দুপুরে বন্দর উপজেলা অডিটরিয়ামে এ প্রনোদনা প্রদান করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা নির্বাহী অফিসার বিএম কুদরত ই খুদা।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, ২০২৩-২০২৪ অর্থ বছরে খরিফ মৌসুমে বর্তমান সরকারের অন্যতম ম্যান্ডেড অনুযায়ী বিদ্যমান খাদ্যশয্য উৎপাদনকে সচল রেখে তেল ফসলে স্বর্নিভরতা অর্জনের লক্ষকে সামনে রেখে বন্দর উপজেলার ৬০০জন কৃষককে সরিষা,৪০জন কৃষককে ভূট্রা,২০জন কৃষককে গম,১০জন কৃষককে পেয়াজ বিজ এবং প্রতি কৃষককে ১ কেজী করে এমওপি,১০কেজী করে ডিএপি সার বিনামূল্যে বিতরন করা হয়।
বন্দর উপজেলা কৃষি অফিসার তাসলিমা আক্তারের সভাপতিত্বে ও কৃষি অফিসার ফারুক মিয়ার সঞ্চালনায় উপস্থিত ছিলেন বন্দর উপজেলা সম্পদ কর্মকর্তা সরকার আশরাফুল ইসলাম,কৃষি স¤প্রসারন কর্মকর্তা তানিয়া সুলতানা, কৃষান-কৃষানীসহ সাংবাদিকবৃন্দ ।