দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: সোমবার রাতে নারায়ণগঞ্জ জেলা হেফাজতে ইসলামের সভাপতি মাওলানা আব্দুল আউয়াল হেফাজতে ইসলামের পদ ছাড়ার ঘোষণা দেওয়ার একদিন যেতে না যেতেই আব্দুল আউয়াল তার পদত্যাগের ঘোষণা প্রত্যাহার করেছেন বলে জানিয়েছেন হেফাজতের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরীর সাধারণ সম্পাদক আল্লামা মামুনুল হক।
(৩১ মার্চ) বুধবার দুপুরে হেফাজতের কেন্দ্রীয় আমীর আল্লামা জুনায়েদ বাবুনগরীর পক্ষ থেকে একটি প্রতিনিধি দল নারায়ণগঞ্জ নগরীর ডিআইটি জামে মসজিদে এসে মাওলানা আব্দুল আউয়ালের সাথে দেখা করেন। এরপর তার সাথে দীর্ঘ আলোচনা শেষে মসজিদ থেকে বেরিয়ে সাংবাদিকদের কাছে বিষয়টি জানান মামুনুল হক।
মামুনুল হক সাংবাদিকদের বলেন, ‘হেফাজতে ইসলামের কেন্দ্রীয় আমীর আল্লামা জুনায়েদ বাবুনগরীর পক্ষ থেকে আজকে আমরা একটি প্রতিনিধী দল নারায়ণগঞ্জে এসেছি, মাওলানা আব্দুল আউয়ার সাহেবের সাথে দেখা করতে।
আমাদের আমীরে হেফাজতের (বাবুনগরী) কথার প্রেক্ষিতে, আমাদের ব্যক্তিগত অনুরোধের প্রেক্ষিতে আব্দুল আউয়াল সাহেব যেই পদত্যাগের ঘোষণা দিয়েছেন সেই ঘোষণা প্রত্যাহার করেছেন। তিনি আমাদের সাথে আগে যেভাবে কাজ করেছেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমীর হিসেবে, আগামীতেও সেভাবে তিনি তার দ্বায়িত্ব পালন করবেন’।
এ সময় উপস্থিত ছিলেন, হেফাজতের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরী কমিটির সভাপতি জোনায়েদ আল হাবীব, কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব নাসির উদ্দিন মনির, সহকারী যুগ্ম মহাসচিব ফজলুল করীম কাসেমীসহ নারায়ণগঞ্জ জেলা ও মহাগর হেফাজতে ইসলামের নেতারা।
প্রসঙ্গত, সোমবার (২৯ মার্চ) রাতে পবিত্র শবে বরাতের বয়ানে হেফাজতে ইসলাম নারায়ণগঞ্জ জেলার সভাপতি মাওলানা আবদুল আউয়াল সংগঠন থেকে পদত্যাগের ঘোষণা দেন ।