দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযান চালিয়ে আট মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৩।
এসময় তাদের কাছ থেকে ৮৯৬ বোতল ফেনসিডিল ও ১৮ কেজি গাঁজা জব্দ করা হয়।
শুক্রবার (১৬ এপ্রিল) দিবাগত রাত ১টায় সিদ্ধিরগঞ্জের শিমরাইল থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন, বাবুল (২৭), রাতুল (৩৪), রাসেল মাদবর (৩০), রাকিব হাসান (২৮), ওমর ফারুক (৩২), সোলায়মান (৩৫), ফরহাদ খান (২৮) ও মো. অয়ন (১৮)।
আসামিদেরকে গ্রেফতারের পর সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করে র্যাব।
এদিকে আসামিদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা হয়েছে বলে জানান সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) শরীফ আহমেদ।
মামলা সূত্রে জানা যায়, বাবুল, রাতুল ও রাসেলকে ৮০০ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়। আর রাকিব, ওমর, সোলায়মান, ফরহাদ ও অয়নকে ৯৬ বোতল ফেনসিডিল ও ১৮ কেজি গাঁজাসহ আটক করে র্যাব।