দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: ‘আসসালামু আলাইকুম’ আমি আপনাদের নারায়ণগঞ্জ জেলার ডিসি। খাবারটি সাহরিতে খেয়ে নেবেন। এতটুকুই করতে পারলাম। বিনিময়ে শুধু দোয়া করবেন। রাস্তায়, স্টেশনে ও ফুটপাতে শুয়ে থাকা ভাসমান ও ছিন্নমূল মানুষগুলোর জন্য। রাত আড়াইটার দিকে এভাবেই খাবার নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। তিনি আর কেউ নন আমাদের নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ।
শনিবার (১৭ এপ্রিল) দিবাগত রাত আড়াইটা থেকে রোববার (১৮ এপ্রিল) ভোর পর্যন্ত এভাবেই নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ নিজে শহরের চাষারা রেলস্টেশন, শহীদ মিনার ও খাঁজা মার্কেট এলাকায় আশ্রয়হীন ভাসমান মানুষদের মাঝে সাহরি বিতরণ করেন।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জেলা প্রশাসকের রাতভর খাবার বিতরণের ছবি ছড়িয়ে পড়েছে। অনেকেই এ উদ্যোগকে ‘প্রশংসামূলক ও অনুপ্রেরণামূলক’ হিসেবে মন্তব্য করেছেন।
চৌধুরী আব্দুল্লাহ আল নোমান নামের এক ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, ‘নারায়ণগঞ্জ ডিসির এ উদ্যোগ খুবই প্রশংসনীয়। সবাই আমরা এ রকম কাজ করে ভাসমানদের পাশে দাঁড়াতে পারি।’
প্রতি রাতে প্রায় ১৫০ জনের মাঝে এ খাবার বিতরণ করা হয় বলে জানা যায়।