দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: মহামারী করোনাভাইরাস মোকাবেলায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসন এর নিজস্ব তহবিল থেকে দুস্থ, অসহায়, কর্মহীন হয়ে পড়া খেটে খাওয়া দিনমজুর, শ্রমিক, রিক্সাচালক এমন ৩০০টি পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ।
সোমবার ( ১৯ এপ্রিল ) দুপুর ৩টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে এ ত্রাণ বিতরণ করেন।
ত্রাণ সামগ্রীর প্রতিটি প্যাকেটে ১০ কেজি চাল, ৩ কেজি আলু, ১ লিটার তেল, ১ কেজি ডাল, ১ কেজি পেয়াজ, ১ কেজি লবণ ছিলো।
ত্রান বিতরণ শেষে জেলা প্রশাসক জনাব মোস্তাইন বিল্লাহ জানান, জেলা প্রশাসন, নারায়ণগঞ্জ এর নিজস্ব তহবিল থেকে ৩০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।তবে প্রয়োজনমতো এর পরিধি আরো বৃদ্ধি করা হবে।
এসময় তিনি নারায়ণগঞ্জের শিল্পপতি, ব্যবসায়ী ও সামর্থবানদের অসহায় মানুষদের পাশে দাড়ানোর জন্য উদাত্ত আহ্বান জানিয়ে বলেন,নারায়ণগঞ্জ জেলা একটি শিল্পাঞ্চল এলাকা।এখানে অনেক শিল্পপতি ও ব্যবসায়ী আছে এছাড়া এ জেলায় অনেক সামর্থ্যবান ব্যক্তি আছে তারা এ করোনা মহামারিতে অসহায় মানুষদের পাশে এসে দাঁড়ানোর জন্য আহবান জানাচ্ছি।
ত্রান বিতরণকালে উপস্থিত ছিলেন উপপরিচালক (উপসচিব), স্থানীয় সরকার জনাব মো: মনিরুজ্জামান বকাউল, অতিরিক্ত জেলা প্রশাসক (সাবির্ক) জনাব মোঃ শামিম বেপারী,
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জনাব মোঃ তোফাজ্জল হোসেন, বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব রহিমা আক্তার,নারায়ণগঞ্জ সদর উপজেলা সদ্য নিয়োগপ্রাপ্ত ইউএনও আরিফা জহুরা সহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।