দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: বন্দরে কলাগাছিয়া ইউনিয়নে কিশোর গ্যাং নিয়ে সংবাদ প্রকাশের পর তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আবারও সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে । কিশোর গ্যাং এর সন্ত্রাসী হামলায় পিতাপুত্রসহ ৩ জন রক্তাক্ত জখম হওয়ার খবর পাওয়া গেছে।
ওই সময় সন্ত্রাসীরা ক্ষিপ্ত হয়ে একটি পোষাক কারখানা ব্যাপক ভাংচুর করে প্রায় ১ লাখ টাকা ক্ষতি সাধন করে পালিয়ে যায়। আহতরা হলো পোষাক কারখানা মালিক তপন (৩৫) তার দুলাভাই হানিফ (৫৫) ও ছেলে তন্ময় (১৫)। স্থানীয় এলাকাবাসী আহতদের উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করেছে।
শনিবার (২২ মে) বেলা সাড়ে ১১টায় বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিযনের ১নং মাধবপাশা এলাকায় এ সন্ত্রাসী হামলার ঘটনাটি ঘটে।
এ ঘটনায় আহত পোষাক কারখানার মালিক তপন বাদী হয়ে কিশোর গ্যাং এর মূলহোতা চিহিৃত মাদক ব্যবসায়ী রনীসহ ৪ জনের নাম উল্লেখ্য করে ঘটনার ওই দিন দুপুরে বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।
জানা গেছে, বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ১নং মাধবপাশা এলাকার হাজী আলী হোসেন মিয়ার ছেলে পোষাক কারখানার মালিক তপনের সাথে একই এলাকার নুরুল হক সরদারের দুই ছেলে মাইনুদ্দিন ও তার ছোট ভাই জসিমের সাথে পূর্ব শত্রুতা চলে আসছিল। এর ধারাবাহিকতায় গতকাল শনিবার বেলা সাড়ে ১১টায় পোষাক কারখানার মালিকের ভাগ্নিা তন্ময়ের সাথে বিবাদী মাইনুদ্দিনের সাথে কথা কাটাকাটি হয়।
এর জের ধরে মাইনুদ্দিন ও তার ছোট ভাই জসিম ও ভাতিজা ইমরান ও একই এলাকার চিহিৃত মাদক ব্যবসায়ী ছইল্লা মিয়ার ছেলে কিশোর গ্যাং এর মূলহোতা রনীসহ অজ্ঞাত নামা ৪/৫ জন সন্ত্রাসী ধারালো অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে পোষাক কারখানায় অতৃকিত হামলা চালায়। ওই সময় হামলাকারিদের বাধা দিতে গিয়ে পিতাপুত্রসহ ৩ জন গুরুত্বর আহত হয়।