দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইলে একটি কার্গো ট্রাক তল্লাশী করে ২৯ হাজার ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব।
আটককৃতরা হলো, রাজু (৩২), ইমরান হোসেন (২৮) ও নাঈম শেখ (২২)।
রোববার (২৩ মে) র্যাব-৩ এর পুলিশ পরিদর্শক মোখলেছুর রহমান বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।
মামলা সূত্রে জানা যায়, তারা কুমিল্লা থেকে কার্গো ট্রাক নিয়ে ঢাকার দিকে আসছিলেন। খবর পেয়ে র্যাব-৩ এর একটি আভিযানিক দল সিদ্ধিরগঞ্জের শিমরাইলে ফজর আলী গার্ডেন সিটি মার্কেটের সামনে চেকপোস্ট বাসিয়ে কার্গোটি তল্লাশী করে। এসময় চালকের সিটের পেছন থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় ২৯ হাজার ইয়াবা জব্দ করা হয়।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, আসামিদের বিকেলে কারাগারে পাঠানো হবে।