দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লায় পৃথক অভিযান চালিয়ে তিন হাজার ৩৬০ লিটার চোরাই ডিজেলসহ মো. জাকির হোসেন (৩৫) নামে এক যুবককে আটক করেছে র্যাব।
সোমবার (২৪ মে) দুপুর আড়াইটায় র্যাব-১১ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এসময় একটি মিনি কাভার্ডভ্যান ও একটি পিকআপ জব্দ করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার (২৩ মে) দিবাগত রাতে সিদ্ধিরগঞ্জের গোদনাইল ধনকুন্ডা ও সকাল ফতুল্লার পূর্ব দেলপাড়া এলাকায় পৃথক অভিযান চালায় র্যাব। এসময় চোরাই ডিজেলসহ মো. জাকির হোসেনকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে মো. জাকির হোসেন দীর্ঘদিন ধরে বিভিন্ন কৌশলে জ্বালানী তেল সংগ্রহ করে তা বিক্রি করতেন বলেন স্বীকার করেন। মামলা দিয়ে তাকে থানায় হস্তান্তর করা হবে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।