দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের জুট প্রেসের শ্রমিকদের শ্রম আইন অনুযায়ী পাওনা পরিশোধ এবং ৭০ বছরের বাসস্থান পুনর্বাসন ছাড়া উচ্ছেদ না করার দাবিতে মানববন্ধন করেছে শহরের ঈশা খাঁ সড়কের কুমুদিনী বাগানের বাসিন্দারা এবং জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান।
বৃহস্পতিবার (২৭ মে) সকাল ১১ টায় নারায়ণগঞ্জ আদালতের সামনে এ মানববন্ধন করে তারা।
মানববন্ধনে শ্রমিক নেতা এড. মাহবুবুর রহমান ইসমাইল বলেন, ‘এই কুমুদিনী বাসিন্দারা পূর্বকাল থেকেই এইখানে কাজ করে আসছে। সেই সূত্রে তারা এখানে বসবাস করে কাজ করছে। শ্রম আইনের ৩২ ধারায় উচ্ছেদের পূর্বে পাওনাদি পরিশোধের বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ আছে। হাসপাতাল নির্মাণ করার জন্য শ্রমিকদের উচ্ছেদ করা অমানবিক।
উচ্ছেদ করতে হলে শ্রম আইন অনুযায়ী শ্রমিকদের প্রাপ্য পাওনা অর্থ্যাৎ গ্রাচ্যুয়িটি, চাকরির ক্ষতিপূরণ, অর্জিত ছুটির টাকা পরিশোধ করতে হবে। এমনটা হলে একেকজন শ্রমিক কয়েক লাখ টাকা প্রাপ্য হবেন।এটা না দিতে চাইলে তাদের পুনর্বাসন করতে হবে। অন্যথায় শ্রম আদালতে মামলা করারও সুযোগ রয়েছে। শ্রমিকরা সেদিকে যেতে চায় না।মালিকপক্ষকে বলছি, তাদের দাবি মেনে নিন।’
তিনি আরও বলেন, শ্রমিকদের কোনো সঞ্চয় নাই।তাছাড়া এই কোভিডকালীন পরিস্থিতিতে অন্য কোথায়ও বাসা ভাড়া নিয়ে থাকার মতো আর্থিক সংগতি তাদের নেই। কুমুদিনী ট্রাস্টের অনেক ভূসম্পত্তি রয়েছে। সেই জায়গার কোথাও এই শ্রমিকদের পুনর্বাসন করা হোক।
জাতীয় মুক্তিযোদ্ধা পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম কাদির বলেন,শ্রমিকদের পূর্ণবাসণ ছাড়া উচ্ছেদ করার কোন নিয়ম নেই।তাই অবিলম্বে এই অসহায় কুমুদিনীর শ্রমিকদের পূর্ণবাসণের ব্যবস্থা করে উচ্ছেদ করবেন।
মানববন্ধনে আলোচনা শেষে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহর বরাবর একটি স্মারক লিপি প্রদান করে কুমুদিনীবাসীরা।এতে শ্রমিকরা উল্লেখ করেছেন,‘আমরা শ্রমিকগণ দীর্ঘ ৩০/৪০ বছর হতে কম-বেশি বিভিন্ন মেয়াদে কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের অন্তর্ভূক্ত বেঙ্গল (বিডি) লিমিটেড কারখানায় চাকরি করছি। বেঙ্গল বিডি লিমিটেড একটি লাভজনক পাটজাত শিল্প কারখানা ও ব্যবসায়িক প্রতিষ্ঠান যাহার শ্রমিকগণ বাংলাদেশ শ্রম আইন দ্বারা পরিচালিত এবং এই আইনের সকল প্রকার সুযোগ সুবিধা পাওয়ার অধিকারী।
অত্র আইনের নির্দেশনা অনুযায়ী কোনো শ্রমিকের চাকুরির অবসান করলে প্রাপ্য পাওনাদি পরিশোধ করা কোম্পানি বা প্রতিষ্ঠানের দায়িত্ব।এছাড়াও এই আইনের ধারা ৩২ এর উপধারা ধারা (২)এ উল্লেখিত আছে শ্রমিকের পাওনা পরিশোধ না করে কোনো শ্রমিককে বাসস্থান হতে উচ্ছেদ করা যাবে না।’