দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ সারাদেশে ন্যায় সরকার ঘোষিত ৭ দিনের কঠোর লকডাউনের প্রথম দিন নারায়ণগঞ্জে পালিত হয়েছে প্রশাসনের কড়া নজরদারীতে।
সকাল থেকেই লকডাউন বাস্তবায়ন করতে মাঠে ছিলো জেলা প্রশাসন, পুলিশ, সেনাবাহিনী, র্যাব, আনসার সহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী।
বৃহস্পতিবার (১ জুলাই) সকাল ৬টা থেকে সরকারের সর্বাত্মক লকডাউন শুরু হলেও সকালে ঢাকা-নারায়ণগঞ্জ লিংকরোড, চিটাগাংরোড, নারায়ানগঞ্জ শহরে গণপরিবহন বাস চলতে দেখা যায়।
কিন্তু সকাল ১১ টায় মাঠে সেনাবাহিনী নামার সাথে সাথে আইনশৃঙ্খলা কঠোর অবস্থানে চলে যায়।
এর আগে সকাল ৮ টা থেকেই জেলার সাইনবোর্ড, চিটাগাংরোড, কাঁচপুর, চাষাড়া সহ বিভিন্ন সড়কে চৌকি বসিয়ে অবস্থান নেয় পুলিশ, ট্রাফিক ও আনসার সদস্যরা।
এসময় মাইকিং করে সবাইকে মাস্ক পড়তে, নিরাপদ দূরত্ব বজায় রাখতে এবং জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হতে নিষেধ করা হয় এবং তল্লাশি করেন গাড়ী ও সাধারণ মানুষদের
অন্যদিকে বেলা ১১টায় চাষাড়া, সাইনবোর্ড, চিটাগাংরোড সহ প্রধান প্রধান সড়ক ও শহরে সেনাবাহিনী নামে।
এসময় সেনাবাহিনীদের সাথে মাঠে অবস্থান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেটরা।বিনা কারনে ঘর থেকে বাহির হওয়া মানুষদের বুঝান এবং ফেরত পাঠান। যারা নিষেধাজ্ঞা মান্য নারাজ তাদেরকে জরিমানা করা হয়। এছাড়া জেলায় ও শহরে প্রবেশের সময় বিভিন্ন পণ্যবাহী গাড়ী,প্রাইভেট কার তল্লাশি চালান।
লকডাউন বাস্তবায়নে সেনাবাহিনীর সাথে চাষাঢ়ায় অবস্থানকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা জাহান জানান,আমরা সকাল থেকেই লকডাউন বাস্তবায়নে কাজ করছি। আশা করছি জনসাধারন সরকারি নির্দেশনা মেনে চলবে। যারা সরকারি নির্দেশনা মানছে না তাদেরকে আমরা বুঝাচ্ছি। যারা আমাদের কথা মানছে না তাদেরকে আমরা জরিমানা করছি।
তিনি আরো বলেন,কঠোর লকডাউন বাস্তবায়নে আমাদের সেনাবাহিনী, পুলিশ, আনসারসহ বিভিন্ন বাহিনীর সদস্যরা মাঠে রয়েছেন। আমরা রোস্টার করে দায়িত্ব পেয়েছি, সেই অনুযায়ী সার্বিক্ষনিক আমরা মাঠে থাকবো।