দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ নারায়ণগঞ্জ জেলার নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকানসমূহ তিন ফুট দুরুত্বে খোলা স্থানে স্থাপন করার জন্য কাজ করছি নারায়ানগঞ্জ জেলা প্রশাসন।
বৃহস্পতিবার(১ জুলাই)সকাল থেকেই জেলার বিভিন্ন কাঁচা বাজারগুলো পরিদর্শন করে স্থানান্তর করেন অতিরিক্ত জেলা প্রশাসক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটগন।
দ্বিগু বাবুর বাজার, দেলপাড়া বাজার, শাহী মসজিদ ও বউ বাজারের নিত্য প্রয়োজনীয় কাঁচামাল সমূহের দোকানসমূহ পাশাপাশি ৩ ফুট দূরত্বে ও উন্মুক্ত রাস্তা বা আশে পাশের খোলা স্থানে স্থাপন করা হয়েছে যাতে স্বাস্থ্যবিধি মেনে ক্রেতা ও বিক্রেতা প্রয়োজনীয় কেনাবেচা করতে পারেন।
সকাল ১০টায় দ্বিগু বাবুর বাজারে নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব)মোঃসেলিম রেজা ও সদর উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফা জহুরা পরিদর্শন করে বাজার রাস্তায় স্থানান্তর করেন।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক মোঃসেলিম রেজা বলেন, করোনা পরিস্থিতি মোকাবেলা করার লক্ষ্যে সরকারি দেওয়া ৭ দিনের কঠোর লকডাউন বাস্তবায়নে কাঁচাবাজার গুলো খোলা জায়গায় স্থানান্তর করা হচ্ছে।কাঁচাবাজার গুলোতে মানুষের সমাগম বেশি থাকার কারনে জেলা প্রশাসন থেকে এ সিদ্বান্ত নেওয়া হয়েছে। জেলা প্রশাসন নারায়ণগঞ্জ এটি বাস্তবায়ন ও কঠোরভাবে মনিটরিং করবে।