দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ করোনাভাইরাস সংক্রামণ রোধে সরকারের বেঁধে দেওয়া কঠোর লকডাউনের ৬ষ্ঠ দিনেও নারায়ানগঞ্জ জেলায় কঠোর অবস্থানে ছিলো জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী।সরকারি নিষেধাজ্ঞা অমান্য করায় জেলায় ৬ষ্ঠ দিনে ৯৩ টি মামলায় ৫০হাজার ২ শত টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার(৬জুলাই)সকাল থেকেই নারায়ানগঞ্জ জেলার বিভিন্ন সড়কে ছিলো তৎপর ভূমিকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট,পুলিশ, সেনাবাহিনী, র্যাব,বিজিবি সহ আনসার বাহিনী।
নারায়ানগঞ্জ জেলার বিভিন্ন সড়কের মোড়ে মোড়ে অবস্থান করে জেলা প্রশাসনের পক্ষ থেকে ২৩টি মোবাইল টিমের নির্বাহী ম্যাজিস্ট্রেটগন। জরুরি প্রয়োজন ছাড়া বাহিরে বের হলেই করেছে জরিমানা এবং গাড়ীতে করা হয়েছে তল্লাশি।এদিকে জেলা প্রশাসনের পাশাপাশি জেলায় ৩১ পয়েন্টে দেওয়া হয় জেলা পুলিশের চেকপোস্ট। জরুরি কারন ছাড়া জেলা থেকে বের হওয়া ও প্রবেশ প্রদান করা হয় বাঁধা।প্রতিটি গাড়িকে করা হয় তল্লাশি।
এদিকে কঠোর লকডাউন বাস্তবায়নে স্থানীয় জেলা প্রশাসনকে সহযোগিতা করে সেনাবাহিনী,বিজিবি,র্যাব।প্রতিটি সড়কে সড়কে মহড়া দিয়ে মানুষদের সতর্ক করা হয় এবং বিনা কারনে কেউ বাহিরে বের হলে করা হয় মামলা ও জরিমানা।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রহিমা আক্তার জানান,কঠোর লকডাউন বাস্তবায়নে জেলায় ২৪ ঘন্টায়ই রোস্টারে কাজ করছে ২৩টি মোবাইল টিম।আজ সারাদিনে সরকারি বিধিনিষেধ অমান্য করায় জেলায় ৯৩ টি মামলায় ৫০ হাজার ২শত টাকা জরিমানা করা হয়েছে।
যারা সরকারি বিধিনিষেধ অমান্য করেছে তাদের কাছ থেকেই এই জরিমানা করা হয়েছে এবং ভবিষ্যৎ যাতে সরকারি বিধিনিষেধ অমান্য না করে সে মর্মে সতর্ক করা হয়েছে।