দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক ও দলের চেয়াপার্সনের উপদেষ্টা এ্যাড. তৈমূর আলম খন্দকারের বোনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মহানগর বিএনপি।
মঙ্গলবার (২৭ জুলাই) এক বিবৃতিতে মহানগর বিএনপির সভাপতি ও সাবেক সাংসত এ্যাড. আবুল কালাম এ শোক প্রকাশ করেন। সেই সাথে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
বিবৃতিতে একাত্ততা প্রকাশ করেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সবুর খান সেন্টু, সহ-সভাপতি এ্যাড. জাকির হোসেন, ফখরুল ইসলাম মজনু,
সাংগঠনিক সম্পাদক এ্যাড. আবু আলা ইউসুফ খান টিপু, আবুল কাউছার আশা, যুগ্ম-সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. আনিছুর রহমান মোল্লা, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ মুজিবুর রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দ।