দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ নারায়ণগঞ্জে জেলার দায়িত্বপ্রাপ্ত সচিব ও চেয়ারম্যান (বাংলাদেশ বিদ্যুৎ ও জ্বালানি গবেষণা কাউন্সিল) সত্যজিত কর্মকারের উপস্থিতিতে বিদ্যমান কোভিড-১৯ পরিস্থিতি মোকাবিলায় এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ জুলাই) বিকেলে জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ’র সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় আগামী ৭ আগস্ট হতে শুরু হতে যাওয়া কোভিডের গণ টিকা কার্যক্রম, হাসপাতাল ব্যবস্থাপনা, অক্সিজেন সাপ্লাইসহ করোনা ভাইরাস ব্যবস্থাপনার সার্বিক দিক নিয়ে আলোচনা করা হয়।
এ সময় সভায় আরো উপস্থিত ছিলেন- জেলার পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ শামীম বেপারী, জেলার সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইমতিয়াজ, সিটি কর্পোরেশন এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আবুল আমিন, ৩শ শয্যা হাসপাতালের তত্বাবধায়ক জনাব আবুল বাসার প্রমুখ।